School শব্দটির অর্থ কী?
School শব্দটি আমরা এত বেশি ব্যবহার করি যে এর অর্থ বিদ্যালয় তা বলার দরকার পড়ে না।অবস্থা এমন দাঁড়িয়েছে যে যদি বলা হয় ‘তোমার বিদ্যালয়ের নাম কী?’ এই বাক্যের চেয়ে – ‘তোমর স্কুলের নাম কী?’ এই বাক্যই বেশি বোধগম্য হবে। ছোটবেলায় আমরা মিনার কার্টুন দেখেছি, সেখানে মিনা বিদ্যালয় না বলে স্কুল বলত। মিনা স্কুল উচ্চারণ না করে ইসকুল উচ্চারণ করত।
যাই হোক school শব্দটি অর্থ যে বিদ্যালয় তা আর বলার দরকার নেই।কিন্তু বিদ্যালয় শব্দটি কি বাংলা ভাষার শব্দ? হ্যাঁ বাংলা ভাষার শব্দ তবে বাংলা শব্দ নয়। বাংলা ভাষার শব্দ অথচ বাংলা শব্দ না এটা আবার কেমন কথা।
বিদ্যালয় শব্দটি সংস্কৃত ভাষা থেকে বা সংস্কৃত ভাষার শব্দভান্ডার থেকে বাংলা ভাষায় এসেছে। বিদ্যালয় শব্দটি কোন একক শব্দ নয়; দুইটি শব্দ মিলে এটি গঠিত হয়েছে।
বিদ্যা অর্থ জ্ঞান,প্রজ্ঞা ,তত্ত্ব ইত্যাদি। আবার আলয় অর্থ ঘর,নিকেতন,ভবন ইত্যাদি।
তাহলে বিদ্যালয় মানে দাড়াল – যে ঘরে বিদ্যা চর্চা করা হয় বা বিদ্যা শিক্ষা দেওয়া হয়।বর্তমানে বিদ্যালয় বলতে প্রাতিষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত কোন ভবন কে বুঝায় যেখানে বিদ্যা শিক্ষা দেওয়া হয়।
বাংলা ভাষায় বিভিন্ন উপায়ে নতুন শব্দ গঠন করা হয়। তার একটি প্রকৃয়া হচ্ছে সন্ধি। বিদ্যা+ আলয় = বিদ্যালয় । বিদ্যা শব্দটির শেষে ‘আ’ এবং আলয় শব্দটির প্রথমে ‘আ’ আছে।সন্ধির নিয়মে ‘আ+আ= আ’ হয়।আমরা যদি একটি আ বাদ না দিই তাহলে শুনতে ভাল লাগবে না। যদি আমরা উচ্চারণ করি ‘বিদ্যাআলয়’ তাহলে নিশ্চয় ভাল লাগবে না।তাই বলা হয় সন্ধির প্রধান উদ্দেশ্য হচ্ছে শ্রুতিমাধুর্যতা।
আমরা ফিরে আসি school শব্দে । শব্দটির আরো কয়েকটি অর্থ আছে যা আমরা অনেকেই জানি না।
School-মানে -দল,গোষ্ঠি বা সমগোত্রীয় ব্যাক্তিদের বুঝায়।
আমরা যদি বলি ‘The German school gave their opinion on this matter.’ মানে হবে জার্মান দলটি এই ব্যাপারে মতামত দিল।
আরেকটি অর্থে school শব্দটি ব্যাবহৃত হয়। সেটি হচ্ছে মাছের ঝাঁক। বাক্যে প্রয়োগ করলে অর্থ দাঁড়ায় ‘I saw a school in the pond’-মানে আমি পুকুরে এক ঝাঁক মাছ দেখলাম।
আজ এই পর্যন্তই অন্য দিন নতুন কোন পরিচিত শব্দ নিয়ে আলোচনা করা যাবে......।
-লাইট হাউজ অব বাসুরা-
'শিখব শেখাব আলোর পথ দেখাব'
যাই হোক school শব্দটি অর্থ যে বিদ্যালয় তা আর বলার দরকার নেই।কিন্তু বিদ্যালয় শব্দটি কি বাংলা ভাষার শব্দ? হ্যাঁ বাংলা ভাষার শব্দ তবে বাংলা শব্দ নয়। বাংলা ভাষার শব্দ অথচ বাংলা শব্দ না এটা আবার কেমন কথা।
বিদ্যালয় শব্দটি সংস্কৃত ভাষা থেকে বা সংস্কৃত ভাষার শব্দভান্ডার থেকে বাংলা ভাষায় এসেছে। বিদ্যালয় শব্দটি কোন একক শব্দ নয়; দুইটি শব্দ মিলে এটি গঠিত হয়েছে।
বিদ্যা অর্থ জ্ঞান,প্রজ্ঞা ,তত্ত্ব ইত্যাদি। আবার আলয় অর্থ ঘর,নিকেতন,ভবন ইত্যাদি।
তাহলে বিদ্যালয় মানে দাড়াল – যে ঘরে বিদ্যা চর্চা করা হয় বা বিদ্যা শিক্ষা দেওয়া হয়।বর্তমানে বিদ্যালয় বলতে প্রাতিষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত কোন ভবন কে বুঝায় যেখানে বিদ্যা শিক্ষা দেওয়া হয়।
বাংলা ভাষায় বিভিন্ন উপায়ে নতুন শব্দ গঠন করা হয়। তার একটি প্রকৃয়া হচ্ছে সন্ধি। বিদ্যা+ আলয় = বিদ্যালয় । বিদ্যা শব্দটির শেষে ‘আ’ এবং আলয় শব্দটির প্রথমে ‘আ’ আছে।সন্ধির নিয়মে ‘আ+আ= আ’ হয়।আমরা যদি একটি আ বাদ না দিই তাহলে শুনতে ভাল লাগবে না। যদি আমরা উচ্চারণ করি ‘বিদ্যাআলয়’ তাহলে নিশ্চয় ভাল লাগবে না।তাই বলা হয় সন্ধির প্রধান উদ্দেশ্য হচ্ছে শ্রুতিমাধুর্যতা।
আমরা ফিরে আসি school শব্দে । শব্দটির আরো কয়েকটি অর্থ আছে যা আমরা অনেকেই জানি না।
School-মানে -দল,গোষ্ঠি বা সমগোত্রীয় ব্যাক্তিদের বুঝায়।
আমরা যদি বলি ‘The German school gave their opinion on this matter.’ মানে হবে জার্মান দলটি এই ব্যাপারে মতামত দিল।
আরেকটি অর্থে school শব্দটি ব্যাবহৃত হয়। সেটি হচ্ছে মাছের ঝাঁক। বাক্যে প্রয়োগ করলে অর্থ দাঁড়ায় ‘I saw a school in the pond’-মানে আমি পুকুরে এক ঝাঁক মাছ দেখলাম।
আজ এই পর্যন্তই অন্য দিন নতুন কোন পরিচিত শব্দ নিয়ে আলোচনা করা যাবে......।
-লাইট হাউজ অব বাসুরা-
'শিখব শেখাব আলোর পথ দেখাব'
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন